শিবগঞ্জে সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় চাচাতো বোন নিহত



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়ির সীমানা প্রচীর দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় খালেদা বেগম শুকরানী (২৭) নামে চাচাতো বোন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা-মাসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয় মোড়ে এঘটনা ঘটে। নিহত খালেদা ওই গ্রামের সৈবুর রহমানের মেয়ে। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকাল বসতবাড়ির সীমানা প্রাচীর দেয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই ও বোনদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন ও নিয়ামতসহ পরিবারের অন্য সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সৈবুর রহমানের বাড়িতে হামলা চালায়। এসময় চাচাতো ভাইদের হামলায় খালেদা নিহত হন। এ ঘটনায় খালেদার বাবা, মা ও বোন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। 
তিনি আরো জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ জুলাই ২০২৫