আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি – নাহিদ ইসলাম




জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র আহবাহক নাহিদইসলাম বলেছেন, ‘গণ অভ্যুত্থানের পরে
আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি, গণ অভুত্থানের পরেআমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র
চেয়েছি। আমরা স্বপ্ন দেখি দেশের সকল জেলা থেকে বৈষম্য দুর হবে। আমাদের ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশগড়ে তুলতে হবে। তিনি রবিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসুচির অংশ হিসেবে স্থানীয় এনসিপি আয়োজিত এক পথসভায় এই
কথা বলেন।  
সীমান্তে আরএকটি হত্যাকাণ্ড হলে
সীমান্তে অভিমুখেলংমার্চ করা
হবে বলে হুঁশিয়ারিদিয়ে নাহিদ আরো বলেন, ‘ সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমা বিষ্ফোরণ ঘটায়। আমরা আর এইসব আগ্রাসন
মেনে নিবো না। সীমান্তে অনেকবাহাদুরি হয়েছে।
সেই বাহাদুরির দিনশেষ। আমাদের
সীমান্ত আমরাই রক্ষা করবো’।  
তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন চলাচলসহ চাঁপাইনবাবগঞ্জের আম শিল্প রক্ষায়প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান। 
পথসভায় এনসিপি’র সদস্য সচিব
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনার জন্য নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মৌলিক সংস্কারকে কেউ যদি বাধাগ্রস্থ করে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকেকেউ যদি আটকে রাখতে চায়। তাদেব বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। 
চাঁপাইনবাবগঞ্জ এনসিপি’র প্রধান সমন্বয়কারী
আলাউল হকের সভাপতিত্বে এবং এনসিপি’র মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক
তাসনুভা জারিন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্যআসিফ মোস্তফা জামাল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংঘঠনক
( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটওয়ারী । 
এরআগে দুপুর দু’ টার দিকে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ্বচাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় এসে পৌছালে স্থানীয় নেতাকমীরা তাদের স্বাগত জানান। পরে নেতৃবৃন্দ শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা নিয়ে শহরের বাতেন খার মোড়, বড় ইন্দারা মোড়
হয়ে গাবতলা মোড় ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে পথসভায় মিলিত হন। 
পরে, এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এনসিপি’র চাঁপাইনবাবগঞ্জ অফিসউদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /০৬ জুলাই ২০২৫