নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক  যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নাচোল-রহনপুর রেল পথের আখিলা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। 
আমনুরা রেলওয়ে পুলিশের এসআই মো. আইনুল হক বলেন—কাটাপড়া লোকটি মানসিক ভার সাম্যহীন ছিলেন। সকালে আখিলা রেল গেটের কাছে রেললাইনে মাথা রেখে শুয়েছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগ্রামী আইআর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তার মরদেহ উদ্ধার করি। তবে তার নাম ঠিকানা জানা যায় নি। মরদেহ উদ্ধার করে রাজশাহী রেলওয়ে থানায় নেয়া হয় এবং সিআইডি ও পিআইবি টিম চেষ্টা করেও মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি। 
তিনি বলেন—পরে ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুলাই ২০২৫