চাঁপাইনবাবগঞ্জের সাবেক ছাত্র কামাল উদ্দীন মারা গেছেন
চাঁপাইনবাবগঞ্জের ৮০ দশকের সাবেক ছাত্রনেতা, ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাতেনখার মোড়স্থ বাড়িতে তিনি শেষ নিশ^াঃস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর ২ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাট ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে খালঘাট গোরস্থানে তাঁকে দাফন করা হয।
নামাজে জানাজায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রি’র সভাপতি আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জের সাবেক ছাত্রনেতৃবৃ›দ্বসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।