চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের পর এবার ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ।
মঙ্গলবার ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে
আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী  রয়েছে।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮),খুলনার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ আজিম সরদার (২৫), একই এলাকার আজিম উদ্দিনের স্ত্রী মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার বেলদহী এলাকার শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহীর চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), রাজশাহীর হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী  দুঃখী দাস (৫৫), নারায়নগঞ্জের কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাটের পিছি বারইখালী এলাকার ইব্রাহিমের স্ত্রী নাদিরা খাতুন (৩৭)।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে রেখেছিল। পরে বিএসএফ তাদের চাঁনশিকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
তিনি আরও জানান, ভোরে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করে। আটক ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান অধিনায়ক।
উল্লেখ্য,  গত ২৬ মে সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশে পুশইন করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ জুন ২০২৫