ট্রাক্টরের ধাক্কায় ভটভটি চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শরিফ আলী (৪৮) নামে একজন ভটভটি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ আলী ওই উপজেলারই বালিয়াডাঙ্গা- গোরস্থান মোড় এলাকার মৃত হরুন ওরফে হয়রান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকালে নয়ানগর এলাকায় পেছন থেকে একটি ট্রাক্টর আমনুরাগামী লোহার সামগ্রী বোঝাই করা আরেকটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি আমগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।