চাঁপাইনবাবগঞ্জে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক গনেশ মুর্তি (৪৩) নামে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি। 
বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে স্থানীয়রা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে  বিএসএফের কাছে  অস্ত্র ও গোলাবারুদসহ ফেরত দেয়া হয়।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ভোরে জোহরপুর সীমান্ত দিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে ধরে গাছের সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাঁকে হেফাজতে নেন।
বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান,
বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়নপুর সাতরশিয়া নামক স্থান থেকে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি নামে এক সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসী আটক করে। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা গ্রামবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে।
অধিনায়ক আরো জানান, সকাল সাড়ে ১১ দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান অধিনায়ক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জুন ২০২৫