চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। রবিবার বিকেল ৫ টা ২৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিদিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থী জেলার শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের সেলিম রেজার মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ আশীষ সরকার জানান, মল্লিাকা (আইআর) ট্রেনটি বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পকিছু দূরে বিদিরপুর এলাকায় বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে সেলিনা খাতুন কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে সেলিনা খাতুন আত্মহত্যা করতে পারেন। আশীস কুমার আরো জানান, তার ব্যাগের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রাজশাহী কলেজের অনার্স ভর্তি পরীক্ষার কাগজপত্র ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১৫ জুন ২০২৫