ঈদের ছুটি শেষে খুলেছে সোনামসজিদ স্থল বন্দর, তবে আসেনি পণ্য



ঈদুল আজহা’র টানা ১০ দিন ছুটি শেষে ররিবার দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর খুললেও ভারত থেকে ঢুকেনি কোন আমদানী পণ্যবাহী ট্রাক। ছুটি শেষের প্রথম কর্মদিবসে ‘কারিগরি ত্রুটির কারণে’ কারণে কোন পণ্য আমদানী হয়নি। ফলে ছুটি শেষ হলেও বন্দরে ছিলনা কর্মচাঞ্চল্য।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, ঈদুল আজহার সরকারি ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে, এদিন ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। সেজন্য তারা পণ্যের ছাড়পত্র দিতে পারছেন না। তাই রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী কোনো ট্রাক প্রবেশ করেনি। ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এমন তথ্য পাওয়া গেছে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে কারিগরি ত্রুটি সমাধানের চেষ্টা করছে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপরেই পণ্য আমদানি শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারক শফিকুল ইসলাম জানান, একটানা ছুটি শেষ হলেও কারিগরি ত্রæটির কারণে আমদানীকারকরা পণ্য ঢোকাতে পারেনে। ফলে আমদানীকারকরা বিপাকে পড়েছেন।
শিগগির কারিগরি ত্রুটিজনিত সমস্যা সমাধান না হলে আমদানীকারকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ /নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুন, ২০২৫