সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু



টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ রবিবার থেকে  চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত  দু-দেশের কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি।
বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ১০দিন সোনামসজিদ স্থলবন্দর বন্ধ থাকার পর আজ রবিবার থেকে দু'দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হলেও দুপুর ১টা পর্যন্ত  ভারতের কোন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। 
উল্লেখ্য, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই বন্দরেরর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুন ২০২৫