ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে ভিজিএফ চালসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মিথ্যা ও অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার মহিপুর মোড়ের ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইউনিয়নবাসী। এ সময় গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৮ সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অসহযোগিতার অভিযোগ করেন তারা।
প্রায় একঘণ্টা ধরে চলা মানববন্ধনে ভিজিএফ কর্মসূচির দুই শতাধিক সুবিধাভোগি নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক আবুল হায়াত আবেদিন, স্থানীয় বাসিন্দা সৈয়দ মওদুদ আহমেদ, শাহিন আহমেদসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ঈদের আগে দুস্থ্য-অসহায় ৪ হাজার মানুষের মধ্যে ভিজিএফের চাল দেয়ার কথা থাকলেও তারা পাননি। ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছেন ৮ ইউপি সদস্য সুবিধাভোগির তালিকা না দেয়ায় ভিজিএফের চাল বিতরণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। এছাড়াও ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করছেন ৮ ইউপি সদস্য। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১১ জুন ভিজিএফের চাল বিতরণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুন ২০২৫