রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জে একজন



চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কবির হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
আজ বুধবার হাসপাতালের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কবির হোসেন গোমস্তপুর উপজেলার রোকনপুরের গোলাম রাব্বানীর ছেলে ও পেশায় কৃষিকাজ করতেন।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, গত ১৯ জুন রামেক হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান কবির হোসেন। 
তিনি আরও বলেন,  বর্তমানে হাসপাতালে পাঁচজন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। এ ছাড়া ফেরদৌসী নামে ২৭ বছর বয়সী এক রোগী আইসিইউতে রয়েছেন। সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জুন ২০২৫