নাচোলে গলা কেটে ভ্যান চালককে হত্যা



চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহম্মেদ (২১) নামে এক ভ্যানচালকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকা থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ। 
 নিহত রাজু নাচোল শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে। 
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ভোরে সড়কের পাশে ভ্যানচালকের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না  তদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায়। 
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ভ্যান গাড়ির জন্য রাজুকে কে বা কারা হত্যা করে সড়কে পাশে মরদেহ ফেলে যায়। আসামিদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩