অস্ত্র মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড



চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সাদেকুল ইসলাম (৩৫) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত সাদেকুল ইসলাম সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকার মৃত কান্ত মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ বলেন, ২০২২ সালের ১৯ সেপেম্বরের ১৯ সদর উপজেলার মরাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যাণ্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানে সাদেকুল ইসলামকে দুটি ওয়ার শুটার গানসহ আটক করা হয়। ঘটনার পরের দিন র‌্যাবের এসআই আব্দুল করিম বাদি সদর থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিম আহমেদ ২০২২ সালের ৪ অক্টোবর সাদেকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জুন ২০২৫