চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান অনুপস্থিতি, সেবাবঞ্চিতদের মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীদ রানা টিপুর অনুপস্থিতিতে যাবতীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন- চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু। তারা বলেন, চব্বিশের ৫আগষ্টের পর থেকেই এলাকায় আত্মগোপনে থাকায় পরিষদে অনুপস্থিত থাকেন চেয়ারম্যান শাহীদ রানা টিপু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার কারণে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত অনেক দিন ধরেই।

বক্তব্যে তারা অভিযোগ করেন, রাতের আধারে নিজের জন্য চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সচিবকে দিয়ে কাজ করিয়ে নেন। এসবের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি থেকে চরবাগডাঙ্গার বাসিন্দারা ওই চেয়ারম্যানকে অপসারণের পাশাপাশি প্যানেল চেয়ারম্যান নিযুক্তের দাবি জানান তারা।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মো. বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দর বারি।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জুন ২০২৫