চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাড়ি ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দায় ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়ারা হলো, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পীরগাছি দক্ষিণপাড়া এলাকার মো. জলিল মিয়ার ছেলে মো. জুনায়েদ (০৭) ও গোমস্তাপুর উপজেলার আলিনগর গ্রামের বাইরুল ইসলামের ছেলে ইয়াসিন আল ইসলাম (২০)।
নিখোঁজের একদিন পর সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার কাঞ্চন তলার ঘাটে থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। আর বিকালে শিবগঞ্জে ধাইনগরের একটি খাড়ি থেকে জুনায়েদ মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে শিশু জুনায়েদ বাড়ির পাশে খাড়ি পার হতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে এলাকার লোকজনের সহায়তায় পানি থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অন্যদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ইয়াসিন আল ইসলাম রবিবার দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে যায়। তার সন্ধানে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে রাজশাহী থেকে ডুবুরিদল এসে সোমবার সকাল ৯টার দিকে নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জুন ২০২৫