বিএনপির ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়



চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহীদ সাটু অডিটোরিয়ামে এই ঈদ পূনমিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হায়াত উদ্দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়ের তারিক আহমেদ,  জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, ইয়াজদানী জর্জ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ এপ্রিল ২০২৫