চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের সমর্থনে ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
সোমবার সকাল ১১টার দিকে বিভিন্ন শ্লোগানে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্বরোড মোড়ে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণ ব্যানারে এই কর্মসূচি আয়োজন করে।
এদিকে শহরের বড়র ইন্দারা মোড়ে ফিলিস্তিনির পক্ষে সমর্থন জানিয়ে মানব্বন্ধন করেন এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন,গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতি সংঘ আজ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। অতিদ্রুত ফিলিস্তিনির মুসলিমদেরকে উদ্ধার করতে হবে। তাদের ওপর ইসরায়েলের নির্যাতন বন্ধ করতে হবে। সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া ইজরাইলি পণ্য বয়কটে গণসংযোগ চালানোর ঘোষণা দেয়া হয়।
অন্যদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়লের নৃশংস হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের প্রতি সংহতি জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ এপ্রিল ২০২৫