পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাইজিদ আলী (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া বাইজিদ ওই গ্রামের বাবলুর ছেলে।
এতথ্য নিশ্চিত করেছেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম ।
গোলাম আজম বলেন, মনোহরপুরে পরিবারের সদস্যদের সঙ্গে পদ্মা নদীতে
গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু বাইজিদ। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি
ডুবুরিদল তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ এপ্রিল ২০২৫