গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
গাজায় মুসলমানদের ওপর ইসরাইলী বাহিনীর গণহত্যার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন ও আহলেহাদীছ যুবসংঘের নেতাকর্মীরা।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সহসভাপতি মো. আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণের আহলেহাদীছ যুবসংঘের সভাপতি মো. সালেহ সুলতান ও
সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলী বাহিনী গাজাসহ ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে, ঘরবাড়ি ধ্বংস করছে। এই হামলা বন্ধ করতে হবে, গাজাবাসীকে উদ্ধার করতে হবে। সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ এপ্রিল ২০২৫