শিবগঞ্জে পদ্মা নদীতে ভাসমান মরদেহ উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা  ইউনিয়নের বাবুপুর বিশ্বাস পাড়া এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, বিকালে পদ্মা নদীতে অজ্ঞাত একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সংবাদ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২ থেক ৩ দিন আগের মনে হচ্ছে। তবে মরদেহটির গলায় রশি দিয়ে পেঁচানো রয়েছে।ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এঘটনার আসল কারণ বলেও জানান ওসি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ এপ্রিল ২০২৫