পিএসএলের চাইতে জিম্বাবুয়ের সিরিজ গুরুত্বপূর্ণ:নাহিদ রানা



জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস খ্যাত পেসার নাহিদ রানা। অল্প সময়ের মধ্যেই তার গতির ঝড় নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটের। সেই ধারাবাহিকতায় এবার ডাক পেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে।
ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে মাঠে নামবেন এই বাংলাদেশি পেসার। আগামী ১১ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে খেলার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্রের (এনওসি) আবেদন করেছেন নাহিদ। 
বৃহস্পতিবার দুপুরে তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

নাহিদ রানা জানিয়েছেন, পুরো সিজনের জন্যই তিনি ছাড়পত্র চেয়েছেন। তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশের, যে কারণে পুরো আসরের জন্য ছাড়পত্র পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। তারপরেও বিসিবির পক্ষ থেকে একটি ম্যাচ খেলার পরে সিদ্ধান্ত জানানো হবে এমনটাই বলছেন নাহিদ রানা।
নাহিদ রানা আরও বলেন,ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের চাইতে আমার কাছে প্রাধান্য হচ্ছে নিজ দেশ।  
নাহিদের পিএসএলে অংশগ্রহণ নিশ্চিত হলে এটি হবে তার ক্যারিয়ারের একটি বড় অর্জন। পিএসএলে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও পরিচিতি লাভের সুযোগ পাবেন এই টাইগার স্পিডস্টার। এখন দেখার বিষয়, পেশোয়ার জালমির হয়ে তিনি কেমন পারফর্ম করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ মার্চ ২০২৫