গ্রিনসিটি স্বেচ্ছাসেবী সংগঠনের দোয়া ও ইফতার



চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিনসিটি ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা, কবরবাসীদের জন্য দোয়া ও ফিলিস্তিনসহ গাজাবাসীদের জন্য শান্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, ক্রীড়া সংগঠক আজমল হোসেন, কৃষিবিদ সোহেল আব্দুল্লাহ, ছাত্রনেতা আব্দুল মজিদ, গ্রিনসিটি ব্লাড ডোনার গ্রুপের পরিচালক জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আতিক রায়হানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ মার্চ ২০২৫