সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯দিন



পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বন্দরটিতে সকল প্রকার পণ্য সাপ্তাহিক ছুটিসহ-রপ্তানি বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে।
বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে  ৫ এপ্রিল পর্যন্ত  সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।তবে আগামী শুক্রবার (২৮ মার্চ ) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৯দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৬ এপ্রিল আবারও যথারীতি নিয়মে শুরু হবে বন্দরের কার্যক্রম।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বলেন, ঈদুল ফিতরের ছুটির বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে। ফলে, পাসপোর্টধারী যাত্রীরা পূর্বের মতোই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ মার্চ