চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশার জন্য শ্বাসরোধ করে চালকে হত্যা, ৪ জন গ্রেফতার



চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করতে চালক পলাশকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ সরিষাক্ষেতে ফেলে রাখেন হত্যাকারীরা। এই হত্যাকান্ডে সরাসরি জড়িত দুজনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ‘মূলহত্যাকারী’ দুজন হলো, রাজশাহী জেলার তানোর উপজেলার কলাম গ্রামের একরামুল হকের ছেলে রকি ও মতিহার কাজলা এলাকার রফিকুল ইসলামের ছেলে জনি।  
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তানোর উপজেলার তালন্দ বাজার হতে মৃত ফয়জুদ্দিন মন্ডলের ছেলে জুয়েল ও নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবারিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

সোমবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম। 
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন- গত  ১২ ফেব্রুয়ারি পলাশ নামের এক কিশোর তার ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে না  আসলে তার বাবা থানায় জিডি করেন। ঘটনার তিন দিন পর আমনুরা সড়কের নয়ানগর এলাকায় সরিষা ক্ষেতে গলায় মাফলার পেঁচিনো অবস্থায় পলাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবাএকটি হত্যা মামলা দায়ের করেন। এর পর আসামিদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যাহার করে গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রকি ও জনিকে তাদের শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক  মো. জুয়েল ও  সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ভাঙ্গারির দোকান থেকে ব্যাটারি চালিত অটো রিকশাটির খন্ডিত অংশসমূহ উদ্ধার করা হয়। 
পুলিশ সুপার রেজাউল করিম আরো বলেন- গ্রেফতারকৃত রকি ও জনির কোনো এক সময় অটো চালক পলাশের সঙ্গে সম্পর্ক হয়। সেই সুবাদে তারা পলাশকে টার্গেট করে এবং পরিকল্পিতভাবে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পলাশকে বাংলা মদ খাওয়ায়। এর এক পর্যায়ে তারা পলাশকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে রেখে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান। আজ সোমবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গোদাইটোলা গ্রামের গরি হালদারের ছেলে শ্রী লাকফর হালদার। এদিকে গত ১৫ ফ্রেবুয়ারি সদর উপজেলার ছিলিম ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ ফেব্রুয়ারী ২০২৫