চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দরপত্র দাখিলে বাধা দিতে ককটেল বিস্ফোরণ< ৩টি ককটেল উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হাট-বাজার ইজারার দরপত্র দাখিলে বাধা দিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে পৌরসভার দ্বিতীয়তলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তাক্ষণিকভাবে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে সোমবার অবিস্ফোরিত আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বারান্দা একটি ককটেল বিস্ফোরিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় টেন্ডার আছে। সেই টেন্ডারকে বাধাগ্রস্ত করতে কোন পক্ষ টোকাই দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে জড়ি এক কিশোরকে আটক করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয় নি।
তিনি আরও জানান, তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। যে বা যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে তাদেরকে শনাক্ত করার কাজ চলছে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, পৌরসভার অধীনে ১০ হাট-বাজার ইজারা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছেন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। এর আগে রোববার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পৌরসভার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটনায়। তিনি বলেন, পৌরসভা ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে দরপত্র দাখিলের ব্যবস্থা রয়েছে। ফলে বিস্ফোরণের কারণে দরপত্র দাখিলে কোনও প্রভাব পড়বে না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ ফেব্রুয়ারী ২০২৫