চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাটে টোল কমানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে গোহালবাড়ি-খালঘাট খেয়াঘাট পারাপারের টোল কমানো ও পূর্বের টোল বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের টোল মওকুফ করারও দাবি করেন তারা।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি খেয়াঘাট এলাকায় মানববন্ধন করেন তারা। বালিয়াডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আবারও মানববন্ধনে মিলিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মেহদী হাসান, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ, স্থানীয় ব্যক্তি তফিজুল ইসলাম, আব্দুল মালেক, শিক্ষার্থী নাফিসা খাতুন।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দুর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট দিয়ে পারাপার হয়ে থাকেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে নির্ধারণ থাকলেও বিগত আওয়ামী সরকারের আমলে টোল বৃদ্ধি করে ৫ টাকা করা হয়, যা শিক্ষার্থীত বটেই সাধারণ জনগণের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারণ ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পুনর্বহালের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ ফেব্রুয়ারী ২০২৫