জামায়াতের বিক্ষোভ-সমাবেশ




দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে এই কর্মসূচি পালন করে দলটি। 
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে সমবেত হন দলটির নেতা-কর্মী-সমর্থকরা। 
জেলা জাময়াতের আমীর আবুজার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু বকর, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেশুর রহমান। 
পরে পৌরসভার সামনে থেকে বিক্ষাভ মিছিলটি বের হয়ে নিউ মার্কেট-বাতেনখাঁর মোড় হয়ে শান্তিমোড় প্রদক্ষিণ করে এবং শান্তিমোড়ে কর্মসূচি শেষ হয়। 
জেলা জামায়াত আয়োজিত কর্মসূচি থেকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা। তানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ ফেব্রুয়ারী ২০২৫