নাচোলে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম বকুল নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
মৃত বকুল গোমস্তাপুর উপজেলার হোগলা দাঁড়াবাজ এলাকার মৃত তামিজ উদ্দিনের ছেলে।  
এতথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম। 
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নাচোল উপজেলার হাজারদীঘী এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- নাচোল উপজেলার হাজারদীঘী বিলের খাস জমি ১৬ বছর ধরে ভোগ দখল করছেন নাচোল উপজেলার লোকজন। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে খাসজমিটুক দখল নিতে আসে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি এলাকারলোকজন । এ সময় উভয় পক্ষের লোকজন ধারাল দেশীয় অস্ত্র হাতে সংঘাতে জড়ায়। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। পরে তাদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরমধ্যে ছিলেন শরিফুল ইসলাম বকুল।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজামা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে শরিফুল ইসলাম বকুল গুরুতর আহত হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩১ জানুয়ারি ২০২৫