ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইসহ ৩ দফা দাবিতে সমাবেশ
পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখা ও ছবি নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইসহ ৩ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে পর্দানশীন নারীরা।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পর্দানশীন নারী সমাজ ব্যানারে জেলা নির্বাচন অফিসের সামনে এই সমাবেশ করেন।
সমাবেশ প্রায় ২ শতাধিক পর্দানশীন নারী অংশ নেন।
ঘন্টাব্যাপী সমাবেশ বক্তব্য দেন, মাকসুদা সুলতানা, তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, মাহফুজা খাতুন।
কোরআন ও হাদিসের কথা উল্লেখ করে পর্দানশীন নারীরা বলেন, ছবি তুললে গুনাহ দুইটি হয়। একটি হলো ছবি তুলার গুনাহ। আরেকটি বেপর্দা হওয়ার গুনাহ। এমনকি মৃত্যুর পরও ছবির কারনে গুনাহ জারী থাকবে। পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি করতে হবে।
সমাবেশে আরও বলেন, শিক্ষায় একটি মৌলিক অধিকার। ছবির অজুহাত দিয়ে পর্দানশীন নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষের জাগায় নারী রাখার দাবি জানান। একই সাথে
যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা গত ১৬ বছরে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রাখেছে তাদের বিচারের দাবি করেন তারা।
সমাবেশ শেষ জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ জানুয়ারি ২০২৫