চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল (৩০) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে।  শনিবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে। 
আতহ হাবিল সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মতো আজও গমের ক্ষেত্রে কাজ করছিলাম। ঘন কুয়াশার কারনে বিএসএফ সদস্যদের দেখতে পাইনি। এ সময় গুলি করলে আমি আহত হয়। 



চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের
(৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, রাত সাড়ে তিনটার দিকে তেলকুপি বিওপির সীমান্তে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। এ সময় ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের টহলদল তাদেরকে লক্ষ্য করে গুলি চালাই। এতে হাবিল নামে একজন চোরাকারবারী আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে।
অধিনায়ক আরও জানান, তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে রাতে ২টি টহলদল টহলরত অবস্থায় ছিলো। এ সময় কোন বাংলাদেশী কৃষক
সীমান্ত এলাকায় অবস্থান করতে দেখা যায়নি। আমরা ২ থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শুনেছি। এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান অধিনায়ক।
এদিকে স্থানীয় মেম্বারের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, রাতে সীমান্ত এলাকায় হাবিল গমক্ষেত পানি দিতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছে।  পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ জানুয়ারি ২০২৫