চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মধ্যে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি। প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।
এসময় বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, ব্যবসায়ি সাদরুল ইসলাম সানি।
সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৬ জানুয়ারি ২০২৫