জুলাই-আগস্টের নেতা কে ছিলেন!-সাবেক এমপি হারুন



বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাই ডুবি স্কুল মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন- ৫ আগস্টের পর আজকে অনেকেই বলছেন জুলাই-আগস্টের ঘোষণাপত্র দিতে হবে। জুলাই-আগস্টের ৩৬ দিনেই কি শেখ হাসিনা পালিয়ে গেছেন? জুলাই-আগস্টের নেতা কে ছিলেন? ঘোষণা কি ছিল? ঘোষণা ছিল একটাই। দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ। এই এক দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছে, প্রাণ অকাতরে ঢেলে দিয়েছে। আজকে যারা ঘোষণাপত্র নিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন তারা নিশ্চয়তা দিতে পারবেন, জাতীয় ঐক্য থাকবে নাকি জাতীয় ঐক্য প্রশ্নবিদ্ধ হবে। এবিষয়টি আজ আপনাদের ভাবতে হবে। আজ আমরা নতুন নতুন পরিস্থিতি তৈরি করছি, রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করছি। 
হারুনুর রশীদ বলেন-আমি জানিনা আমাদের মধ্যে কেন এতো অসন্তোষ, কেন এতো অস্বস্তি, কেন আজ বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীরা বিভ্রান্তির মধ্যে রয়েছে। অঅমরা গত ১৫ বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের শিকার হয়েছি, হাজার হাজার লক্ষলক্ষ মামলার শিকার হয়েছি, কিন্তু কি হলো ৫ আগস্টের পর এতো বিভ্রান্তি কেন?। আগামীতে আর কেউ ভোট চুরি করে কখনো ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতায় যায় না। 
বিএনপির এই নেতা-শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেয়াসহ তার বহুদলীয় গণতন্ত্রের কথাও তুলে ধরেন এবং নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আকম সাহেদুল আলম বিশ্বাস পলাশ ও সদস্য সচিব তাসেম আলী, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মিম ফজলে আজিম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ জানুয়ারি ২০২৫