চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ




চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের ১ হাজার শীতার্ত মানুষের মাঝে এনজিও বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  নাচোল ও গোমস্তাপুর উপজেলার ১ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার বিকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অন্যন্যা। এরআগে নাচোল উপজেলার নাচোল মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন নাচোল উপজেলার সহকারী কমিশার (ভুমি) সবুজ হাসান।
 শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,  বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আবু সাঈদ শিকদার, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বুরো বাংলাদেশ নাচোলের আঞ্চলিক ব্যবস্থাপক
 বখতিয়ার খলজি, রহনপুর এলাকার ব্যবস্থাপক মোঃ ছানোয়ার হোসেন, বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের (আরএসপিও- কৃষি) আব্দুর রহমান, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন।
অনুষ্ঠানে নাচোল পৌরসভাসহ উপজেলার ৪ টি ইউনিয়নের ৫০০ জন এবং রহনপুর পৌরসভাসহ
গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের ৫০০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জানুয়ারি ২০২৫