শিবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক চাপায় ব্যাটারিচালিত এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি  ইউনিয়নের মহদেবপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে আরিফ আলী (৩০)।  সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক  টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদবন্দর থেকে ভ্যানে পেঁয়াজ নিয়ে আসার সময় ভ্যানের চাকা ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যভাগে ভ্যানসহ আরিফ পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক  ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। ট্রাকসহ চালক পালিয়ে যায়। 
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ ডিসেম্বর ২০২৪