চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ও ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু




চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ও ট্রেনের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) ও মিস্ত্রিপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসিব আলী (২১) নামে দুইজন মারা যায়।
মারা যাওয়া হাসিব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঘাটিয়ালপাড়ার আব্দুস সালামের ছেলে এবং ইব্রাহিম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন বিষিয়টি নিশ্চিত করে বলেন-“  সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন হাসিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎতের সংস্পর্শ হয়ে   গুরতর আহত হয়।  পরে স্থানীয়রা হাসিবকে  উদ্ধার করে জেলা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এদিকে বিকেল মহাডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন ইব্রাহিম। ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান।
তিনি আরও বলেন, “ এবিষয়টি রেলওয়ে পুলিশের অধীনে, তারাই বিষয়টি দেখবে।”
এদিকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ জানুয়ারি ২০২৫