চাঁপাইনবাবগঞ্জে আর্ন্তজাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত


‘দূর্ণীতির বিরুদ্ধে তারুন্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোাগানে চাঁপাইনবাবগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোঃ রেজাউল করিম ও সিভিল সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফকরুল আবেদিন হিমেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউল করিম বাবু, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ মাহাবুবা ফেরদৌস, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আহনাত আবির সাদ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেল সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উম্মে কুলসুম, জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুব ইসলাম, সহকারী জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, দুর্ণীতি বন্ধে সামাজিক ও পারিবারিক ভাবে ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই সমাজ ও দেশ থেকে সকল দূর্ণীতি দূর করা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯ ডিসেম্বর ২০২৪