শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আয়নাল হকের ছেলে।
রবিাবর দুপুরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের একলাশপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার দুপুরে মোটরসাইকেল যোগে ইটভাটা হতে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথে একলাশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুত্বের আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ ডিসেম্বর ২০২৪