চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে দু' কিশোর নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে ছুরিকাঘাতে দু' কিশোর নিহত হয়েছে। এ ঘটনায়
তিন থেকে চারজন আহত হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার মল্লিকপুর হাটিতে স্থানীয় বিএনপি নেতার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১০ টার দিকে দু' গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে এক গ্রুপ। এতে ছুরিকাঘাতে নাচোলের খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ (২০) ও চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫) নিহত হয়। আহত হয় আরো তিন থেকে চার জন। এদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মনিরুল ইসলাম বলেন, ' মুলত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৮/১৯ বছর বয়সী ছেলেদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অনুষ্ঠান শেষের পরই কোপাকুপি হয়। অন্তরালে অন্য কোন ঘটনা আছে কিনা খতিয়ে দেখে পরে জানাতে পারবো'।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ ডিসেম্বর ২০২৪