শিবগঞ্জে শাহীন শওকতের বিজয় র্যালি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার বিকালে শিবগঞ্জ স্টেডিয়ামের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্টেডিয়ামে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক হায়াত-উ-দৌলা, বিএনপি নেতা মবিনুর রহমান মবিন মিঞা, আশরাফুল আলম রশিদ, জেলা ছাত্রদলের আহবায়ক ইফসুফ রাজা। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিএনপিসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ ডিসেম্বর ২০২৪