বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী নিহত



চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় 
আবদুল্লাহ আল ওসমান (১৩) নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। 
বুধবার সকালে বাই সাইকেলযোগে মাদ্রাসায় আসার পথে বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। 
নিহত ওসমান পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে ও আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের  শ্রীরামপুর গ্রামের কাবিরের ছেলে ট্রাক্ট্রর চালক রনিকে আটক করেছে পুলিশ 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া জানান,  সকালে শিশু ওসমান বাই সাইকেলযোগে মাদ্রাসা যাবার সময় বিদিরপুর এলাকায় বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওসমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় জনতা ট্রাক্টরসহ চালককে আটক করে রাখে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার মর্গে পাঠায়। পরে ট্রাক্ট্ররসহ চালককে আটক করা হয়েছে। 
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ নভেম্বর ২০২৪