চাঁপাইনবাবগঞ্জে দু'দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন



গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে  নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, শিবগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। এই নিয়ে দুই দিনে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন।
মঙ্গলবার সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুর রশিদ জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭জন রোগী।  তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে  ২৭১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ নভেম্বর ২০২৪