গোমস্তাপুরের নদীতে গোসল করতে নেমে শিশু শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মুনতাসির রহমান (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত মুনতাসির
রাজশাহী মসজিদ ই নুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও গোদাগাড়ীর মোহনপুর দরগাপাড়ার
ইসমাইল হকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলব্রীজ এলাকায় গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ ঘন্টা পরে মৃত অবস্থায় তাকে ডুবুরি দল উদ্ধার করে।
মৃতের সহপাঠিদের বরাতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার জানান, দুপুরে মুনতাসিরসহ ৮ জন বন্ধু রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুরে বেরাতে এসে পূর্ণভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় মুনতাসির। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব জানান, গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি না থাকায়, রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়া হয়। সেখান থেকে আসা ডুবুরি দল বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ নভেম্বর ২০২৪