জঙ্গি নাটক সাজিয়ে গুম-হত্যার প্রতিবাদ> গ্রেফতার মোড়ে, দেখলো চরের মিটিঙে


শেখ হাসিনার সরকারের শাসনামলে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে র‌্যাব পুলিশের অভিযান, অসংখ্য মানুষকে গুম ও হত্যার প্রতিবাদ এবং দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ও তাদের পরিবারের মানুষরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত মানববন্ধনে শিবগঞ্জের কানসাটের রাঘবপুরের সাকিম আলীর ছেলে চা দোকানদার জিয়াউর বললেন, ‘র‌্যাব সদস্যরা ২০১৯ সালের ১২ ডিসেম্বর রাতে আমার কানসাট গোপালনগর মোড় থেকে আমাকে আটক করে। পরে আমাকে ১০ দিন অজ্ঞাতস্থানে আটকে রেখে মানসিক ও শারিরীক নির্যাতন করা হয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলামনা। আমাকে ২২ ডিসেম্বর গ্রেফতার দেখানো হয়। দেয়া হয় জঙ্গি মামলা। আমি নাকি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মাপাড়ের বকচরে নাশকতার মিটিং করছিলাম। ধরল একস্থান থেকে গ্রেফতার দেখালো আরেকস্থানে’।
২০১৭ সালের এপ্রিলের শেষ সপ্তাহে জেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরে অপারেশন ঈগল হান্টের অভিযানে ‘জঙ্গি পরিচয়ে’ নিহত হন রফিকুল ইসলাম আবু’র স্ত্রী সুমাইয়া খাতুন ওই দিনের বর্ণনা দিতে গিয়ে বললেন, ‘ আমি কিছুই জানিনা। রাত ৩টার দিকে হটাৎ করে আমাদের বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে আমার স্বামী, আমি আর মেয়ে ছাড়া কেউ ছিলনা। আমি খুব অসুস্থ ছিলাম ( গর্ভবতি)। আমাকে নির্যাতন করে, আমার পায়ে গুলি মারে। আমার স্বামী আমাকে ঘাড়ে (কাঁধে) করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চেয়েছিল। তখন তারা আবার বলে-গুলি করে মেরে ফেলে দাও। আমার স্বামীকে মেরে ফেলেছে আমি হাসিনার বিচার চাই’।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গুম ও জঙ্গি মামলার শিকার তৌফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, শাহ ওলিউল্লাহ, নজরুল ইসলাম, মাহিদুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ২০০৮ থেকে ২০২৪ এর সরকার পতন পর্যন্ত সারাদেশে জঙ্গি নাটক মঞ্চস্থ করে। ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি আখ্যা দিয়ে নিষ্ঠুর খেলা খেলেছে। জঙ্গি অভিযানের নামে মানুষকে হত্যা, গুম, নির্যাতন করা হয়েছে। দায়ের করা হয়েছে মিথ্যা মামলা। বক্তারা অভিযানকালে নির্মমতার বর্ণানা দিয়ে  শেখ হাসিনার আমলের গুম, খুনের প্রতিবাদ করেন এবং দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ সেপ্টম্বও ২০২৪