চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিন রায় (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবিন রায় চাঁপাইবাবগঞ্জ পৌর এলাকার মালোপাড়ার মৃত অচিন্ত রায়ের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, শিবতলা মোড়ে সড়ক পারাপারে সময় একটি মোটরসাইকেল সাথে ধাক্কা লেগে সবিন রায় আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালে মর্গে রাখা আছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে জুবায়ের (২২) নামে মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি জাকারিয়া।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ সেপ্টম্বও ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত