সংসদ সদস্য, পৌর মেয়র ও ঢাকা রেঞ্জের ডিআইজির বাড়িতে ভাংচুর-আগুন


চাঁপাইনবাবগঞ্জ সংসদ সদস্য  ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, পৌর মেয়র মোখলেসুর রহমান, ঢাকা মেট্টোপলিটন রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের বাড়িতে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ ছড়িয়ে পড়তেই সোমবার দুপুর থেকে রাত  চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে শুরু হয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ নানা সরকারি-বেসরকারি স্থাপনাতে ভাঙ্গচুর ও আগুন দেয়া হয়। বিশ্বরোড মোড় ও মার্কেট চত্বরে থাকা বঙ্গবন্ধুর দু’টি প্রতিকৃতি ভাঙচুর করা হয়।
সরজমিনে দেখা গেছে, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের পেট্রোল পাম্প, পাঠানপাড়ার রাজনৈতিক কার্যালয়, হুজরাপুরের বাসভবনে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। আগুন দেয়া হয় পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের গ্রামীণ ট্রাভেলস অফিস, ঢাকাবাস স্ট্যান্ড কাউন্টারে ও গ্যারেজে। গ্যারেজে থাকা দু’টি বাস পুড়ে ছাই হয়ে যায়। তার বটতলাহাটের বাড়ি ও জোসনারা পার্কে ভাঙচুর ও লুটপাট করা হয়। শহরের স্বরূপনগরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রুহুল আমিনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সন্ধ্যার আগে জেলা পরিষদে আগুন দেয়া হয়।
এদিকে পুলিশ সুপার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়। সেখানে পিকাপ গাড়ি ও মোটরসাইকেল পুড়ে যায়। পরে ঘেরাও করা হয় পুলিশ সুপার কার্যালয়।
এ সময় পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ অফিসে থাকা পুলিশ সদস্য আটকা পড়ে। জীবন বাঁচতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। এর আগে জেলা প্রশাসকের সরকারি বাসভবনে ভাঙচুর-লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিকালে সদর মডেল থানাতেও হামলা চালানো হয়। সেখানেও জীবন বাঁচতে গুলি ছুড়ে পুলিশ।  
রাতে আদালতের মালখানা থেকে লুট করা হয় মাদকদ্রব্য, অস্ত্র ও মোটরসাইকেল।
অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নরুল ইসলামের শিবগঞ্জে বাড়িতে ভাঙচুর চলিয়েছে। একই সঙ্গে তাদের গঠন করা জিকে ফাউন্ডেশনে আগুন দেওয়া হয়। এর আগে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের বাড়িতে আগুন দেওয়া হলে দুটি মোটরসাইকেল ও গাড়ি পুড়ে তিগ্রস্ত হয়। এছাড়া নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলাতে চলে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট।
এর আগে শেখ হাসিনার পদত্যাগে খবরে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ আগস্ট ২০২৪