ভারতে পালানোর সময় রাসিক’র হিসাব রক্ষণ কর্মকর্তা বিজিবির হাতে আটক


ভারতে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদাকে আটক করেছে বিজিবি । এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদা ৩ লাখ ৩১ হাজার টাকাসহ ভারতে পালাচ্ছিলেন। এমন  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া মো. নিজামুল হোদা রাজশাহী মহানগরীর উপশহর হাউজিং এস্টেট এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ আগস্ট, ২০২৪