চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙ্গচুর : প্রায় ১০ টি মোটরসাইকেলে অগ্নি সংযোগ
চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙ্গচুর ও কার্যালয়ের পাশে থাকা প্রায় ১০ টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে আন্দোলনকারীদের বিােভ মিছিল বড় ইন্দারা মোড় হয়ে গাবতলা অতিক্রমের সময় এই হামলা হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শহরে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে। দোকান বন্ধ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ আগস্ট ২০২৪
এদিকে জেলা শহরের শান্তিমোড় এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। এছাড়াও আরামবাগ এলাকায় বঙ্গবন্ধু ক্লাবে ভাঙচুর করে তারা।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
এর আগে বেলা ৩টার দিকে জেলা শহরের শান্তিমোড় থেকে এক দফা দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে সমাবেশ করে। এই সমাবেশ আইনজীবীরা সংহতি জানিয়ে বক্তব্য দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪ আগস্ট ২০২৪