চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে ৩ টি লোহার রড ও ১টি চাকু জব্দ করা হয়।
সোমবার দিবাগত ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর এলাকা থেকে ৪ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয় জনতা।
আটকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের শাহীন আলমের ছেলে জাহিদ হাসান (১৯), পোল্লাডাঙ্গা গ্রামের বাদলের ছেলে খাইরুল ইসলাম (২০), একই এলাকা লিটনের ছেলে লিখন (২৩) ও এনামুলের ছেলে আসিফ (১৯)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভোররাতে টোলঘর চত্বর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। এসময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন আটক হলেও দেলোয়ার নামে একজন পালিয়ে যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাপইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ আগস্ট ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক