গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে চাঁপাপইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন



“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণ, গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এবং সকল অপকর্ম নৈরাজ্য বন্ধ করতে শান্তিপূর্ণ” মানবন্ধন কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকালে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।  
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাদি, বায়েজীদ ইসলাম জীবন, রাউফুল সিয়াম রাজ, নাজমুন নাহার, আসিফসহ অন্যরা।
গণআন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে মানববন্ধনে বক্তরা বলেন “অবিলম্বে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও রাষ্ট্রীয় কাঠামো সংষ্কার করতে হবে।” এ ছাড়াও সকল প্রকার অপকর্ম ও নৈরাজ্য বন্ধদের দাবি জানান 
শিক্ষার্থীরা
এর আগে আন্দোলনে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

বিকালে সোনামসজিদ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনামসজিদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয় । পরে সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বাসির হোসেন, নাসিদুল আলম সাকিল, শহিদুল ইসলাম, সুমন ইসলাম, সদস্য বুলবুল ইসলাম, মেহেদী হাসান ও অহেদুল্লাহ আহাদসহ অন্যরা । ছাত্র নেতারা- সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা হত্যাকান্ড সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয় ।

চাঁপাপইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ আগস্ট ২০২৪